Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

০১)     উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর (বিএনএফই) সাথে সংশ্লিষ্ট বেসরকারী সংসহার (এনজিও) উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচীর মাঠ পর্যায়ের কার্যত্রুমের সার্বিক তদারকী;

০২)    প্রতি মাসে উপজেলা পর্যায়ে বাসতবায়নাধীন বিভিন্ন সংসহার কমপক্ষে ৩০টি উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করা, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি যাচাই করা এবং ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে সংশোধনের ব্যবসহা গ্রহণ করা;

০৩)    উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন বিভিন্ন প্রকল্পের জেলা পর্যায়ে ও বিভাগীয় শহরে নিয়োজিত কর্মকর্তার কর্মসহল ত্যাগ/নৈমিত্তিক ছুটি অনুমোদন এবং আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন;

০৪)    জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ গ্রহণ;

০৫)    সামাজিক উদ্বুদ্বকরণের (Social Mobilization)গণশিক্ষা কার্যত্রুম সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির পদক্ষেপ গ্রহণ;

০৬) উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচীর কেন্দ্রসমূহের সুপারভাইজার, শিক্ষক ও কেন্দ্র ভিত্তিক শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ, সংরক্ষণ এবং সেগুলো প্রধান কার্যালয়ের এম.্আই.এস শাখায় প্রেরণ;

০৭)    সরকারের বৃক্ষরোপন কর্মসূচী ও পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে উপানুষ্ঠানিক শিক্ষার সাথে সংশ্লিষ্টদেরকে অংশগ্রহনে উৎসাহিতকরণ;

০৮)    জেলা পর্যায়ের কর্মচারীদের বেতন-ভাতা ও আনুাসাংগিক খরচের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন এবং মাসিক খরচেব হিসাব বিবরণী নিয়মিত সদর দপ্তরে প্রেরণ;

০৯)    জেলা পর্যায়ের বাজেট প্রণয়ন ও সদর দপ্তরে প্রেরণ;

১০)     জেলা উপানুষ্ঠানিক শিক্ষা টেন্ডার কমিটির সভায় সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন;

১১)     জেলা পর্যায়ে প্রতি ০২ মাসে উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সভা আয়োজন, সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন এবং মাসিক সভার প্রতিবেদন সদর দপ্তরে প্রেরণ;

১২)     এনজিও কর্তৃক বাসতবায়িত কর্মসূচীর বিপরীতে দাখিলকৃত হিসাব বিবরণী  (SOE)মাঠ পর্যায়ে যাচাই করে স্বাক্ষর/প্রতিস্বাক্ষর পূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ;

১৩) উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচী বাসতবায়নের নিমিত্তে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলার অন্যান্য বিভাগের সাথে যোগাযোগ রক্ষা;

১৪)     প্রধান কার্যালয় থেকে প্রদত্ত উপানুষ্ঠানিক শিক্ষার সাথে সম্পৃত্তু যে কোন দায়িত্ব সম্পাদন;

১৫)    এ-ছাড়া প্রধান কার্যালয় ও জেলা প্রশাসন কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য কার্যাবলঃ সম্পাদন।